Posts

Showing posts from June, 2021

অবহেলার শেষ পরিণতি পর্ব : ৮ (শেষ)

অবহেলার শেষ পরিণত পর্ব : ৮ (শেষ) নাজমুল আমার ফোন পেয়ে তাড়াতাড়ি করে কলেজের মাঠে চলে আসলো আর এসে... নাজমুল = হাসান রিয়ার খুব বিপদ..? । আমি = কি বলছিস তুই... (অবাক হয়ে) । নাজমুল = হ্যা ভাই আজ কলেজে আসতেই রাসেল যা বললো... (হাপাতে হাপাতে) । আমি = কি বলেছে রাসেল বল আমায়... । নাজমুল = রাসেল বলেছে ও নাকি আজ রিয়ার সাথে রুম ডেট করবে... । আমি = না এটা হতে পারেনা, আমি বেচে থাকতে রিয়ার এতো বড় ক্ষতি আমি হতে দিবোনা... । নাজমুল = এখন তাহল কি করবি...? । আমি = যা করার তাই করবো। তার আগে বল রিয়া কি জানে যে রাসেল তার সাথে রুম ডেট করতে চায় বা রিয়া কি রাসেলের সাথে রুম ডেট করতে রাজি হয়েছে...? । নাজমুল = রাজি কি বলছিস, রিয়াতো জানেয়না যে রাসেল ওর সাথে আজ এরকম কিছু করবে . আমি রাসেলের এক বন্ধুর মুখে শুনলাম রাসেল নাকি রিয়াকে পাটির কথা বলে নিয়ে তারপর রিয়াকে ঘুমের ওষুধ খাইয়ে তারপর এসব করার চিন্তা ভাবনা জরছে.... । আমি = আমার মাথা কাজ করছেনা। তুই এক কাজ কর কলেজে রিয়াকে খুজ। আমিও খুজি যেভাবেই হোক রিয়াকে রাসেলের হাত থেকে আমায় বাচাতেয় হবে নয়লে নিজেকে কখনো ক্ষমা করতে পারবোনা.... । নাজমুল = ওকে আমি এদিকে দেখছি তুই ওদ...