অবহেলিত ভালোবাসা পর্ব -01
# অবহেলিত ভালোবাসা #
পর্ব - 01
%লেখক : রুবেল%
আমি রুবেল ।
এইবার HSC দিলাম
। সকালে ঘুম থেকে ওঠে নাস্তা করার পর বাবা বলল -- রুবেল আজ কোথাও যেওনা ।
আমি
-- কেন
আব্বু
?
আব্বু
-- আজ
তোমার
শফিক
চাচার
মেয়ের
বিয়ে
।
আমাদের
দাওয়াত
করেছে।
সেখানে
যেতে
হবে।
আমি
-- আচ্ছা
আব্বু।
-----
----
সারাদিন ঘরে বসে
থেকে সন্ধায় বিয়ে বাড়ি গেলাম । বিয়ে বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে। সারা বাড়ি
গুরে দেখলাম । তারপর আব্বু আমাকে চাচার সাথে পরিচয় করিয়ে দিল।
চাচা -- কেমন আছ
বাবা ?
আমি -- ভালো
চাচা , আপনি কেমন আছেন ?
চাচা -- ভালো
বাবা। তুমি ভিতরে গিয়ে বস ।
-
তারপর আমি আমার
মতো বাড়ির সবকিছু দেখছিলাম এমন সময় হঠাৎ শুনলাম পাত্র
নাকি তার প্রেমিকাকে নিয়া পালায় গেছে।
আমি চাচাকে বলাম
চাচা কি হয়ছে ?
চাচা বলল পাত্র
নাকি আসবেনা । হঠাৎ চাচা আমাকে বলল -- বাবা তুমি কি কাওকে ভালোবাস ?
আমি চাচার কথায়
অবাক হলাম কি বলব বুঝতে পারছিলাম না ।
চাচা -- কি হল
বাবা বল ?
আমি -- না চাচা
। কেন চাচা , হঠাৎ
এ কথা বললেন ?
চাচা -- কিছুনা
বাবা , তোমার বাবা
কোথায় ?
আমি -- আব্বু
ওদিকে আছে ।
তারপর চাচা
বাবার কাছে গেল । বাবাকে হাত ধরে কি কি জানি বলল ।
কথা শেষ করে বাবা
আমার কাছে আসল ......
আব্বু -- রুবেল
একটু আমার সাথে আসত .....
আমি আব্বুর সাথে
একটা ঘরে গেলাম ......
আমি -- আব্বু
কিছু বলবে ?
আব্বু -- তুমি
কাওকে পছন্দ কর মানে কোনো মেয়েকে ?
আমি -- না কেন ?
আব্বু -- তোমাকে মারিয়াকে
বিয়ে করতে হবে?
আমি -- কি ,
আব্বু আমি এখন
বিয়ে করতে চায় না , আর
মারিয়াটা কে ?
আব্বু -- মারিয়া
তোমার শফিক চাচার মেয়ে । আমি তোমার চাচাকে কথা দিয়েছি তায় এ বিয়ে তোমায় করতেয়
হবে ....
আমি-- কিন্তু
আব্বু ....(আমায় থামিয়ে আব্বু বলল )
আব্বু -- আর
কোনো কথা নয় , আমি
যা বলছি তায় হবে । তুমি রেডি হয়ে নেও (হাতে পাণ্জাবি দিয়ে)
আব্বুকে আমি খুব
ভয় পায় তায় আর কিছু না বলে রেডি হয়ে আসলাম ।
,,,
তারপর বাধ্য হয়ে
বিয়ে করেয় ফেলাম ।
চাচা - চাচীর
কাছ থেকে বিদায় নিয়ে রাত 10 টায় বাড়ি ফিরলাম । সবায় মারিয়াকে আমার ঘরে নিয়ে গেল । আমি ছাদে গেলাম আর ভাবতাছি যাকে চিনি না যানিনা তাকে বিয়ে করে ফেলাম ,
এসব ভাবতে ভাবতে
কখন যে 12 টা
বেঝে গেছে বুঝতেয় পাবিনি । হঠাৎ পেছন থেকে কারও ডাকে গোর ভাঙলো ।
আম্মু -- কি রে
এখনো ছাদে কি করিস ?
আমি -- কিছু না
...
আম্মু-- যা ঘরে
যা মারিয়া একা একা বসে আছে...
..........
আম্মুর কথায়
ঘরের দিকে গেলাম । ঘরে ঢুকতে খুব ভয় লাগছে তাও ঘরে ঢুকলাম । দরজা লাগিয়ে মারিয়ার
সামনে দাড়ালাম মারিয়া এসে সালাম করে আবার খাটে বসে পড়ল । আমি খাটে বসতেয় মারিয়া বলল .................
Comments
Post a Comment