# ক্রাশ যখন অন্যের হবু বউ # % লেখকঃ মোঃ রুবেল % (পর্ব – 01)
# ক্রাশ যখন অন্যের
হবু বউ #
% লেখকঃ মোঃ রুবেল
%
(পর্ব – 01)
হাই আমি রুবেল
. বাবা-মার দ্বিতীয় সন্তান . আমি পড়াশোনার
পাশাপাশি একটা ছোট চাকরি করি . চাকরির কারনে আমাকে গাজীপুর থাকতে হয়.আজ গাজীপুর থাকছি
একবছর ধরে হঠাং একটা মেয়েকে আমার সাইট দিয়ে যেতে দেখে আমার চোখ আটকে গেল . মেয়েটা দেখতে
পরীর মতো সুন্দর ছিল কেন জানি তাকে প্রথম দেখাই ভালো লেগে যায় . এভাবেই যাচ্ছিল আমার
দিন দিনের অনেকটা সময় মেয়েটাকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে মেয়েটাকে ভালোবেসে ফেলেছি তা
নিজেও বুঝতে পারিনি .
একদিন ভাবলাম
মেয়েটাকে বলে দিব যে আমি তাকে ভালোবাসি কিন্তু বলতে গিয়েও আটকে গেলাম . কারন আমিতো
দেখতে তার মত সুন্দর না , আমার তেমন টাকা- পয়সাও নেই এসব ভেবে আর বলা হলনা . কিন্তু
যত দিন যেতে লাগলো তত তার প্রতি আমার ভালোবাসা বাড়তে লাগলো , নিজেকে যত বুঝাতে চাইছি
যে আমি তার যোগ্য না , তত বেশি আরো তাকে ভালোবেসে ফেলছি . . .
তাই একদিন সিদ্ধান্ত
নিলাম যায়হোক না কেন আমি তাকে আমার মনের কথা বলে দিবো কিন্তু সমস্যাটা হলো আমি যে এলাকায়
থাকি সে নাকি সে এলাকা থেকে চলে গেছে , ঘটনা ক্রমে মেয়েটার বান্ধবির একটা নাম্বার ছিল
আর আমিও জানতে পারি সে নাকি তার বান্ধবির সাথে থাকতে এখন . একদিন অনেকটা সাহস নিয়ে
তার বান্ধবিকে ফোন দিলাম . . .
মেয়েটার বান্ধবি
= হ্যালো
|
আমি = হ্যালো
. . .
|
মেয়েটার বান্ধবি
= কে আপনি . . .
|
আমি = আপনি কে
. . .
|
মেয়েটা্র বান্ধবি
= আজব আপনি ফোন দিয়েছেন , আপনি জানেন না কার কাছে ফোন দিয়েছেন . . .?
|
আমি = আপু আমি
আপনার একটা হেল্প চায় . . .(ভয়ে ভয়ে)
|
মেয়েটার বান্ধবি
= আগে বলেন আপনি কে . . .?
|
আমি = আমি ইমরান
. . .(ভয়ে ভুল নাম বললাম)
|
মেয়েটার বান্ধব
= কোন ইমরান , আমিতো আপনাকে চিনিনা . . .
|
আমি = আপনি আমাকে
চিনেন না কিন্তু আমি আপনাকে চিনি . আপনি কি লাবনীর বান্ধবি . . .?
|
মেয়েটার বান্ধবি
= হ্যা ,
|
আমি = আমাকে আপনার
একটা হেল্প করতে হবে করবেন প্লীজ . . .?
|
মেয়েটার বান্ধবি
= কি হেল্প
|
আমি = আমি লাবনীকে
ভালোবাসি আপনি শুধু এই কথাটা ওকে বলে দিবেন . . .?
|
মেয়েটার বান্ধবি
= আপনি লাবনীকে ভালোবাসেন তো লাবনীর নাম্বারে ফোন না দিয়ে আমাকে কেন ফোন দিয়েছেন .
. .?
|
আমি = আসলে তার
নাম্বার আমার কাছে নাই তাই আপনাকে বলা . . .
|
মেয়েটার বান্ধবি
= আপনি আমার নাম্বার কোথায় পেলেন . . .?
|
আমি = সেটা আমি
বলতে পারবোনা , আপনি শুধু আমার হেল্পটা করে দেন , আমি আর কখনো আপনাকে বিরক্ত করব না
.
|
মেয়েটার বান্ধবি
= লাবনী বলতেছে আপনাকে চিনে না . আর দেখুন
আমি এখন পযন্ত আপনার সাথে ভালোভাবে কথা বলছি সত্যি বলেন আমার নাম্বার কোথায় পেলেন
. . .?
|
আমি = ও আচ্ছা
, আমি আপনার বান্ধবিকে ভালোবাসি তাই তার উত্তর জানার জানতে চাইছিলাম আচ্ছা বাদ দেন
, ভালো থাকবেন . . .(মেয়েটার বান্ধবি রেগে যাচ্ছিলো তাই বলে ফোন রেখে দিলাম)
|
তারপর এভাবে কেটে
গেল আরো কয়েকদিন . এ কয়েকদিনে আবারও অনেক চেষ্টা করলাম ভুলার জন্য কিন্তু ভুলতে পারলাম
না . এভাবে চলতে লাগলো আমার জীবন . একদিন হঠাং লাবনীকে কে দেখলাম আমাদের এলাকায় আসছে
তারপর তার এক আত্মীয়র কাছে জানতে পারলাম সে নাকি কয়েকদিনের মধ্যে তার গ্রামের বাড়ি
চলে যাবে , লাবনী চলে যাবে শুনেই তাকে না পাওয়ার ভয় আবার শুরু হলো মনটা ছটফট করতে লাগলো
লাবনীকে নিজের ভালোবাসার কথা বলার জন্য. মনকে শান্ত করার জন্য অনেক কষ্টে লাবনীর ফোন
নাম্বারটা যোগার করলাম .
কিন্তু যেদিন
নাম্বার যোগার করলাম তার পরের দিন লাবনী নাকি তার গ্রামে চলে গেছে , তাই সেই দিন রাতেই
লাবনীকে ফোন দিলাম. . .
কিছুখন রিং হবার
পর লাবনী ফোন ধরলো. . .
লাবনী = হ্যালো
. . .
|
আমি = হ্যালো
(ভয়ে ভয়ে)
|
লাবনী = কে বলছেন
. . .?
|
আমি = আমি রাজৃ
(মিথ্যে বললাম ভয়ে)
|
লাবনী = দেখুন
আপনার কন্ঠ আমার চিনাচিনা লাগছে তাই সত্যি পরিচয় দেন নয়তো ফোন রাখেন(রেগে)
|
আমি = আসলে সরি
, আমি রুবেল . . .
|
লাবনী = আপনি
সেই রুবেল না যে গাজীপুরে থাকেন . . .
|
আমি = হুম .
. .
|
লাবনী = তাহলে
মিথ্যে পরিচয় দিলেন কেন প্রথমে . . ?
|
আমি = আসলে ভয়ে
,যদি আপনি খারাপ ভাবেন বা পরিচয় দিলে যদি ভুল বুঝেন তাই মিথ্যে পরিচয় দিয়েছি. . .
|
এভাবে কিছুখন
কথা বলার পর হঠাং . . .
আমি = আপনাকে
একটা কথা বলি . . .
|
লাবনী = হুম বলেন
. .
|
আমি = আচ্ছা আমি
শুনছিলাম আপনার নাকি বিয়ে হয়েছিল তা ডির্বোস হয়েছিল কেন . . .?(আসলে লাবনীর আগে বিয়ে
হয়েছিলো সেটা আমি তার আত্মীয়র মুখে শুনেছিলাম)
|
লাবনী = আসলে
আমার আগের স্বামী আর তার পরিবার লোভি ছিল তারা শুধু আমার পরিবারের কাছে টাকা চাইতো
তাই আমার বাবা – মা আমাদের ডির্বোস করিয়ে দেই আমার ইচ্ছায় . . .
|
আমি = আচ্ছা এখন
কি আপনি কা্উকে ভালোবাসেন . . .?
|
লাবনী = না .
.
|
আমি = আচ্ছা আপনার
কেমন ছেলে পছন্দ ,আপনি কেমন ছেলেকে ভালোবাসতে চান . . .?
|
লাবনী = চেহারা
যেমনি হোক কালো বা শ্যামলা তাতে আমার কোনো সমস্যা নেই তবে মন ভালো হতে হবে . . .?
|
আমি = এখনকার
মেয়েরা তো ফর্সা ছেলে পছন্দ . আপনার না কেন . . .?
|
লাবনী = এমনি
আমি শুধু চাই যে আমাকে ভালোবাসবে তার মনে শুধু আমি থাকতে চাই. . .
|
আমি = আচ্ছা আমি
একদম কালো না শ্যামলা তো আমাকে কি আপনি ভালোবাসতে পারবেন . . .:?
|
লাবনী = মানে
বুঝলাম না . . .(অবাক হয়ে)
|
আমি = আমি গুরিয়ে
কথা বলতে পারিনা তাই সরাসরি বলছি আমি আপনাকে ভালোবাসি আপনাকে বিয়ে করতে চাই আপনাকে
সারাজীবন আমার কাছে রাখতে চাই যদি আপনি সুযোগ দেন তবে . . .?
|
আমার কথা শুনে
লাবনী যা বললো তাতে আমি ক করবো কিছুই বুঝতে পারছিনা . . .
ভালো লাগলে লাইক
ও কমেন্ট করবেন . . .
Wait for
next Part . . .
Comments
Post a Comment