অবহেলিত ভালোবাসা পর্ব -02
# অবহেলিত ভালোবাসা #
পর্ব -02
%লেখক : রুবেল%
আমি খাটে বসতেয়
.......
মারিয়া -- আপনার
ফেসবুক আইডি দেন ....?
আমি -- কি ....
কেন .....?
মারিয়া -- দিবেন
নাকি আপনার আব্বুকে ডাক দিয়া বলমু যে আপনি আমায় মেরেছেন ?
আমি -- আমি কখন
মারলাম আপনাকে ....?
মারিয়া -- দিবেন
নাকি ডাকতে হবে ?
আমি -- দিতাছি
.....
তারপর মারিয়া
আমার আইডিতে কি কি যেন করল ।
মারিয়া -- শুনুন
আমার কিছু কথা আছে , যদি
মানতে পারেন তাহলে আমায় পাবেন নয়ত আমি কালকেয় বাড়ি চলে যাব ।
আমি -- বলেন
শুনব (কি মেয়েরে বাবা বাসর রাতে বাড়ি চলে যাওয়ার হুমকি দিতাছে , কয়েক দিন পর কি করবে কে জানে)
মারিয়া -- কি
ভাবতাছেন মনে মনে .....?
আমি -- জ্বী
কিছুনা . বলেন কি বলবেন ....
মারিয়া -- শুনুন
আগে যা করছেন তাতে আমার কোনো মাথা বাথ্যা নেয় কিন্তু আজ থেকে আমি আর আপনার মা বোন
ছাড়া কোনো মেয়ের দিকে তাকাতে পারবেন না ।
আমি -- ঠিক আছে
। ( এই মেয়ে আমার জীবনটাকে তেজপাতা করে ছারবে)
মারিয়া -- কি
ভাবছেন আরও আছে .....
আমি -- আরও ,
বলেন ? (মন খারাপ করে)
মারিয়া -- আমাকে
খুব বেশি ভালোবাসতে হবে , আর হা আপনি কি smoking করেন ?
আমি -- মাঝে
মাঝে করি .....
মারিয়া -- smoking
করা বাদ দিতে
হবে ।
আমি -- বাদ দিব
কিন্তু এর বদলে আমি কি পাব ....?
মারিয়া -- যা
চায়বেন তায় পাবেন ......বলেন কি চান ?
আমি -- আমাকে
প্রতিদিন যতবার চায়বো মিষ্টি খাওয়াতে হবে ?
মারিয়া -- ওকে
বাবাকে বলব মিষ্টি এনে রাখবে ।
আমি -- ওয়
মিষ্টি না , এই
মিষ্টি ( মারিয়ার ঠোট দেখিয়ে বলাম)
মারিয়া --
..........
আমি -- কি হল
খাওয়াবে না ?
মারিয়া -- আমি
কি না করছি .
মারিয়ার কথা শেষ
হতেয় আমি ওর নরম কোমল মিষ্টি ঠোট আমার ঠোটের সাথে এক করে নিলাম । 5 মিনিট পর ছেড়ে দিলাম ।
মারিয়া -- কি হল
এটা ( হাপাতে হাপাতে বলল )
আমি-- বুঝতে
পারনি , আবার
করে বুঝিয়ে দিব ?
মারিয়া -- না
থাক .....
আমি -- তুমি ডেস
চেন্জ করে আস......
মারিয়া -- হুম
....
20 মিনিট পর মারিয়া
ডেস চেন্জ করে আসল /
তারপর দুজনে
দুরাকাত নামাজ পড়ে নিলাম
মারিয়া -- আমার
একটা কথা রাখবে .....?
আমি -- কি বল...
মারিয়া -- যে
পর্যন্ত চাকরি পাচ্ছ তত দিন আমরা সন্তানের কথা ভাবনা ///
আমি -- হুম ঠিক
আছে কিন্তু একটা শর্ত আছে ...?
মারিয়া -- কি
....
আমি -- আমি আমার
বউকে আদর করতে পারব কি.......?
মারিয়া -- আমি
কি মানা করছি ( কথাটা বলে আমার বুকে মুখ লুকালো )
আমি আস্তে আস্তে
মারিয়াকে খাটে শুয়ে দিয়ে ওর কাছে যেতে লাগলাম , আমি যত মারিয়ার কাছে যাচ্ছি ওর নিশ্বাস
তত বাড়ছে , আমি
ওর ঠোটকে আমার দখলে নিয়ে নিলাম মারিয়া আমার মাথার চুল খামচে ধরে পাগলের মত কিস
করতে লাগলো।
এভাবে দুজনে
ভালোবাসার গভীর সমুদ্রে হারিয়ে গেলাম.
।
.
.
.
সকালে ঘুম
ভাঙ্গলো পানির ছিটায় . চোখ খুলে দেখি মারিয়া মাত্র গোসল করে এসে চুল থেকে পানি
জারছে । ভাল করে তাকিয়ে দেখি মারিয়া শাড়ি পড়েছে আর তার পেট দেখা যাচ্ছে , নিজেকে কন্টোল করতে পারলাম না . ওঠে
মারিয়াকে পেছন থেকে জরিয়ে দরলাম তখনি...................
Comments
Post a Comment