অবহেলিত ভালোবাসা পর্ব - 03

 

# অবহেলিত ভালোবাসা #
পর্ব - 03
% লেখকঃরুবেল %
মারিয়াকে জরিয়ে দরায় সে চমকে ওঠল।
মারিয়া -- কে কে......
আমি -- আমি ভয় পেলে কি....?
মারিয়া -- হুম এবাবে কেও হঠাৎ জরিয়ে ধরে।
আমি -- আমি আমার বউকে জরিয়ে দরেছি তাতে তোমার কি?
মারিয়া -- এবাবে সারাজীবন ভালোবাসবে....?
আমি -- হুম সারাজীবন আমার বুকের ঘরে আগলে রাখব....
এখন একটু মিষ্টি খাবো আামি😘😘😘
মারিয়া -- এখন না মা একা কাজ করছে। আমি গিয়ে তাকে সাহায্য করি.....
আমি -- মিষ্টি না দিলে ছাড়বো না... 😆😆
মারিয়া -- ওকে চোখ বন্ধ কর।
আমি -- হুম দাও.........
৫মিনিট কিস করার পর লজ্জায় চলে গেল।

তারপর আমি ফ্রেস হয়ে নিচে গেলাম। সেখানে গিয়ে দেখি মারিয়া মাকে রান্নার কাজে সাহায্য করছে বাকীরা টেবিলে বসে আাছে। আমিও গিয়ে টেবিলে বসলাম তখনি আব্বু বলল.....
আব্বু -- রুবেল কাল মিরপুর ১০ এ এই অফিসে গিয়ে আমার কথা বলিস। সেখানের মালিক আমার পরিচিত। হয়ত চাকরিটা হবে।
আমি -- ওকে আব্বু।
তারপর সবাই মিলে খেতে বসলাম। মারিয়া আমার পাশে বসে খুচা দিচ্ছে। আমি তার কুমরে একটা চিমটি কাটলাম হঠাৎ
মারিয়া -- আও (চিতকার করে ওঠলো)
আব্বু -- কি হয়ছে আম্মু চিংকার কটলে কেন,?
মারিয়া -- কিছুনা আব্বু। মনে হয় কিছু কামর দিছে।
এইদিকে আমি মুচকি মুচকি হাসতাছি.....
তাই দেখে বাবা বলল কি হয়ছে পাগলের মত হাসতাছিস কেন?
আমি -- এমনি......
মারিয়া আমার দিকে রাগী চোখে তাকিয়ে বির বির করছে। হয়ত বকতেছে আমায়।
তারপর নাস্তা করে রুমে গিয়ে ফোনে ফেসবুক চালাছি। তখনি মারিয়া আসল.........
মারিয়া -- ওই তুমি তখন আমায় চিমটি কাটলে কেন....?
আমি -- তুমি আমায় খোচা দিছ তাই।
মারিয়া -- সবাই কি ভাববে বলত...
আমি -- একটু আামার কাছে আাস।
মারিয়া কাছে আাস্তেয় জরিয়ে দরলাম।
মারিয়া -- কি করছ... ছাড়ো কেও দেখে ফেলবে.....?
আমি -- কেও দেখবে না।
মারিয়া -- কাল রাতে কিন্তু ঘুমাতে দেওনি। এখন ঘুমাবো।
আমি -- কেন কাল কি করছি ....?
মারিয়া -- কি করবে সারারাত আদর করছ তাও মন বরেনি.......
আমি -- তোমায় সারা জীবন আদর করলেও আমার মন বরবেনা, বুঝলে.......?
মারিয়া -- হয়ছে আর পাম দিতে হবে না এখন বিছানায় শুয়ে পর.
আমি -- কেন আবার আদর করমু.......?
মারিয়া -- চুপ সয়তান। এখন কোনো আদর বা দুষ্টুমি করবেনা। এখন আমি তোমার বুকে শান্তিতে ঘুমাবো।
তারপর মহারানী আমার বুকে বাচ্চার মত শুয়ে পরল আর আমি তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকলাম।


পরের দিন আব্বুর দেওয়া ঠিকানায় গেলাম। সেখানের এমডি বাবার বন্ধু ছিল তাই চাকরিটা হয়ে গেল।
এবাবে চলছিল আমাদের সুখের সংসার।
একদিন অফিসে এমডি স্যার এসে বললেন আজ থেকে অফিস সামলাবে তার মেয়ে।
এমডি স্যার -- রুবেল আজ থেকে তুমি শিলাকে হেল্প করবে। (শিলা হল এম ডি স্যারের মেয়ে। আমাদের নতুন এমডি)
ম্যাডাম বলল -- রুবেল সাহেব আজ আমার সাথে একটা হোটেল এ যেতে হবে সেখানে আমাদের নতুন ক্যালেন্ট আসবে মিট করতে।
আমি -- ওকে ম্যাডাম..............
তারপর আমি আর ম্যাডাম হোটেল এ গেলাম। গিয়ে দেখি ক্যালেন্ট আসেনি তাই আমরা বসে কফি খাচ্ছি। তারপর ক্যালেন্ট এর সাথে মিটিগ করে সন্ধায় ফিরার সাথে সাথে সবাই.................

 

Comments

Popular posts from this blog

অবহেলার শেষ পরিণতি পর্ব - 05

অবহেলার শেষ পরিণতি পর্ব - 06

অবহেলার শেষ পরিণতি পর্ব - 04