%ম্যাডামের প্রেমে যখন স্টুডেন্ট% Part -03
%ম্যাডামের প্রেমে যখন স্টুডেন্ট%
(Part -03)
$ লেখক : রুবেল $
আমি – আমি আপনাকে ভালোবাসি …………… (পেছন ফিরে বললাম )
কথাটা বলেই পিছনে গুরতেই কারো ঠোটের ছোয়া পেলাম ……..
।
কিছুকখন পর শিলা আমার ঠোট ছেড়ে দিল ……….
।
আমি – এটা কি হল …………
।
ম্যাডাম – আপনাকে মিষ্টি খাওয়ালাম ………… (লজ্জায় লাল হয়ে )
।
আমি – কেন ……….?
।
ম্যাডাম – আপনার আম্মুকে জিঙ্গেস কইরেন সব জানতে পারবেন ….. (রহস্যময়ী হাসি দিয়ে চলে গেল)
।
আমি শুধু বোকার মত দাড়িয়ে বাভতাছি আমাদের মাঝে আম্মু কখন আসল আর আম্মু কি জানে ……এসব ভাবতে ভাবতে বাসায় গেলাম , কলিংবেল বাজাতেই দরজা খুলে দিল …
।
আমি – আম্মু আমার তোমার সাথে কথা আছে ………….?
।
আম্মু – আমি জানি , আগে তুই ফ্রেস হয়ে আয় তারপর কথা বলব…….
।
আমি – তুমি কিভাবে যানতে পারলে তোমার সাথে কথা আমি বলব …….
।
আম্মু – তোর ম্যাডাম শিলা আমাকে সব বলছে তুই কি করছিস আজ কলেজে …
(আসলে আমি আর আমার আম্মু বন্ধুর মত )
।
তারপর আমি ঘরে গিয়ে ফ্রেস হচ্ছি আর ভাবছি কি হচ্ছে আমার সাথে ,
এসব ভাবতে ভাবতে ফ্রেস হয়ে বাইরে আম্মুর কাছে আসলাম …
।
আমায় দেখে আম্মু বলল – তুই নাকি শিলাকে আজ প্রোপোজ করেছিস …………?
।
আমি – হুম , কিন্তু তুমি কিভাবে জানলে …..?
।
আম্মু – শিলা বলছে …………..
।
আমি – তুমি ম্যাডামকে কেমনে চিন আর সে কিভাবে তোমায় চিনে …………?
।
আমি কিছু বুঝতে পরিছি না প্লিজ বলল…………
।
আম্মু – শিলা আমার বান্ধবির মেয়ে , আর তোর হবু বউ বুঝলি ……….?
।
আমি – কি , এসব কবে হল আর কবে …….. (অবাক হয়ে)
।
আম্মু – শুন তাহলে তুই যখন ছোট ছিলি তখন তোকে নিয়া শিলাদের বাসায় যায় তখন তোর আন্টি তোকে দেখে আমাদের সর্ম্পক আরও ঘনিস্ট করার জন্য তোদের বিয়ে ঠিক করে যদিও তোর আংকেল এখনও রাজী হয়নি , কিন্তু তোর আন্টি বলছে শিলার বিয়ে তোর সাথেই হবে , আর তাই শিলা যখন থেকে বুজতে শিখছে তখন থেকে তোকে ভালোবাসে , বুঝলি ….
।
আমি – এই কথা আমাকে আগে বলও নি কেন…………?
।
আম্মু – শিলা বলতে মানা করছিল , যদি তোর পড়ালেখাই খতি হয় তাই ….
।
আমি – ও , বুঝতে পারছি , তাহলে এখন বললে কেন ? আর শিলা আমার কলেজে আসল কিভাবে ….
।
আম্মু – শিলা তোর কাছাকাছি থাকতে চাই তাই তোর কলেজে ম্যাডাম হয়ে আসছে যাতে তোকে চোখে চোখে রাখতে পারে বুঝলি বাদর ……………… (মাথায় হাত দিয়ে )
।
তাহলে এই ব্যাপার কাল কলেজে আস তারপর তোমার মজা দেখাব ম্যাডাম শিলা (মনে মনে)
সারাদিন শিলার কথা ভাবতে ভাবতে কেটে গেল
রাতে হঠাং অচেনা নাম্বার থেকে কল আসল কিছু কখন ভেবে কল দরলাম…
কল দরতেই ওপাশ থেকে …….
।
শিলা – আমার ছাত্রটা কি করে ……..?
।
আমি – কে আপনি , কাকে চান …….. (চিনেও না চেনার ভান করে )
।
শিলা – আমার ওপর একখো রাগ করে আছ …………..? (নরম গলাই )
।
আমি – আমি অপরিচিত কারো ওপর রাগ করি না , আর অপরিচিত কারো সাথে কথাও বলি না
রাখি….
।
শিলা - ওই বদমাশ , বাদর , হনুমান ফোন কাটবা না . আমি শিলা তোমার হবু বউ ………… (বাগি গলায় )
।
আমি – এখন তো বলছেন আপনি আমার হবু বউ , আগে কোথায় ছিলেন . . .
।
শিলা – sorry আমি ভাবছিলাম বললে তোমার পড়ালেখার খতি হবে তাই বলিনি …
।
আমি – তাহলে এখন বলছেন কেন ……….?
।
শিলা – বিশ্বাস কর এখন আর তোমায় ছাড়া থাকতে পারছি না . তোমায় ছাড়া নিজেকে খুব নিশ্ব: লাগে , তোমাকে আর আমার থেকে আর দুরে রাখতে পারছিনা . প্লিজ আমায় মাফ করে দাও .
।
অমি – এমনি এমনি তোমায় মাফ করব না এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে …….?
।
শিলা – তুমি যা শাস্তি দিবে আমি মেনে নিব , বলল কি শাস্তি দিবে আমায় ……………?
।
আমি – এখন বলব না কাল কলেজে বলব ,,,,,,,?
।
শিলা – ওকে … এখন তুমি ঘুমাও …….
।
তারপর আমি ফোন রেখে , শিলার কথা ভাবছিলাম আর আম্মু আর আন্টিকে মনে মনে ধন্যবাদ দিতে দিতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি হঠাং শরীরে ঠান্ডা পানির ছিটা পেয়ে ঘুম ভেগে গেল ……
চোখ খুলে দেখি আম্মু পানির জগ নিয়ে দাড়িয়ে আছে …..
।
আমি – আম্মু পানি দিলে কেন…………. (ঘুম ঘুম চোখে )
।
আম্মু – কয়টা বাজে কলেজে যেতে হবে না ………………..?
।
আমি – হুম যাবতো ……
।
আম্মু – যা রেডি হয়ে নে ……
।
তারপর আম্মু চলে গেল আর আমি বেডি হয়ে কলেজে গেলাম …
আর কলেজে গিয়ে আমি পুরাই অবাক হলাম কারণ……………………………..
.
.
সবাই জানাবেন কেমন হয়তেছে ……
.
.
.
.
Wait for next part ………………..
Comments
Post a Comment