%ম্যাডামের প্রেমে যখন স্টুডেন্ট% Part -04
%ম্যাডামের প্রেমে যখন স্টুডেন্ট%
(Part -04)
$ লেখক : রুবেল $
তারপর আম্মু চলে গেল আর আমি বেডি হয়ে কলেজে গেলাম …
আর কলেজে গিয়ে আমি পুরাই অবাক হলাম কারণ শিলা খুব সুন্দর করে সেজেছে .
নীল শাড়ীতে শিলাকে নীল পরীর মত লাগছে . চোখের কাজল আমায় কেমন যেন মায়ায় টানছে .হঠাং
শিলা – কি স্যার কি দেখতেছ ………………?
।
আমি – তোমায় ……….. (অবাক চোখে তাকিয়ে )
।
শিলা –এভাবে তাকিয়ে থাকলে বুঝি লজ্জা করে না ……( লজ্জায় লাল মাখা হাসি দিয়ে )
।
আমি – এত খুসির কিছু হয়নি , মনে আছে কাল রাতে কি বলেছিলাম ……..
।
শিলা – হুম , আমাকে শাস্তি পেতেই হবে , শাস্তি না দিলে হয়না …… (মুখ কালো করে ভয়ে ভয়ে )
।
আমি – না , শাস্তি তোমায় পেতেই হবে …… ( রাগী গলাই )
।
শিলা – আচ্ছা বলল কি শাস্তি দিতে চাও …….. (মুখ গুমরা করে )
।
আমি – শাস্তিটা হল ………….. ( কিছুকখন অপেখা করে )
।
শিলা – কি হল বলল……. ( ভয়ে ভয়ে )
।
আমি – তুমি আমাকে ………… (রাগি লুক নিয়ে)
।
শিলা – আমি তোমাকে কি বলল …………( কাদো কাদো গলায় )
।
অমি – তুমি আমাকে আমাদের বাড়িতে এসে আজ থেকে পড়াবে ……
(বলার সাথে সাথে শিলা আমাকে কলেজের সবার সামনে জরিয়ে ধরল .আমি বুঝতে পারলাম পাগলিটা কান্না করছে কারন তার চোখের পানিতে আমার র্শাট ভিজে যাচ্ছে )
।
আমি – এই পাগলি কান্না করছ কেন…………………?
।
শিলা – তুমি জান আমি কতো ভয় পেয়েছি , আমি ভাবছি তুমি আমাকে তোমায় ভুলে যেতে বলবে ……… (কান্না করে)
।
আমি – আরে পাগলি কি করছ এখন ছাড় সবাই দেখছে তো ………………?
।
শিলা – দেখলে দেখুক তাতে আমার কি , আমার জিনিস আমি জরিয়ে ধরেছি তাতে কার কি ……….?
।
আমি – তাই , তোমার এতো সাহস দাড়াও দেখাচ্ছি ……………..?
।
শিলা – কি করবে তুমি …………..?
।
আমি – কিস করব আমার ম্যাডামকে …………….
।
শিলা – না একদম আমার কাছে আসবেনা …………. (পিছাতে পিছাতে )
।
যেই কিস করতে যাব তখনি …..
শিলা – রুবল পিন্সিপাল স্যার আসছে …….. (মিথ্যা বলল)
পিছনে তাকাতেই শিলা পালালো . কোথায় যাবে ম্যাডাম ঘুরে ফিরে আবার এই বুকেই ফেরত আসতে হবে …
।
তারপর ক্লাস গেলাম শিলার ক্লাস করে বাইরে এসে দাড়াতেই ……….
।
রোজি – ভাইয়া আমার সাথে কিছু কথা আছে ………?
(রোজি হল আমাদের ক্লাসমেট )
।
আমি – হুম বলল , কি বলবে ……
।
রোজি – এখন না পরে একদিন বলব …….
।
তারপর বন্ধুদের সাথে অনেক কখন আড্ডা দিলাম , আড্ডা দেওয়ার পর বাসায় দিকে গেলাম .
বাড়িতে গিয়ে কলিংবেল বাজাতেই মা দরজা খুলে দিল , আর বলল……
আম্মু – আমার ছেলেকে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বিয়ে দিতে হবে , বউ ছাড়া ভালো লাগছে না তাইনা ………..? ( মুচকি হেসে )
।
আমি – কি যাতা বলছ , আমি কখন বললাম বিয়ে করিয়ে দিতে হবে ……….? (অবাক হয়ে )
।
আম্মু – মুখে বলিসনি কিন্তু কাজে তো তাই বুঝালি ………..
।
আমি – কি বলছ আমি তো কিছু বুঝতে পারছি না ………
।
আম্মু – যা উপরে তোর ঘরে যা তাহলে সব বুঝতে পারবি ……..
।
তারপর আম্মুর কথা শুনে আমার ঘরে আসলাম , ঘরে ঢুকতেই কেউ দরজা লাগিয়ে দিল
পিছনে তাকাতেই আমি অবাক হলাম কারন শিলা আমার ঘরে .
।
আমি – তুমি এখানে কি করছ …………….?
।
শিলা – আমার শশুর বাড়ি আমি যখন খুশি আসব তাতে তোমার কি ………?
।
আমি – আমার কিছু না , তোমার ত পরে আসার কথা ছিল আমাকে পড়াতে …………?
।
শিলা – জ্বি না , আমি প্রতিদিন আসতে আর যেতে পারব না তাই আমি একটা সিদ্ধান্ত নিছি …….?
।
আমি – কি ……………?
।
শিলা – আমি আজ থেকে এখানেই থাকবো আর তোমাকে পড়াবও আর চোখে চোখেও রাখবো বুঝলে ….
।
আমি – কি …(আর কিছু বলতে পারলাম না)
।আর কিছু করার আগেই শিলা আমায় ধাক্কা দিয়ে বিছানায় ফেলে কিস করতে শুরু করল ……..
10 মিনিট পর ছেড়ে দিল…………
।
আমি – এভাবে কেউ কিস করে আর একটু হলেই মরে যেতাম ….
।
শিলা – আমার এই বাড়িতে থাকা নিয়ে যদি আর কিছু বলল তাহলে তোমায় কিস করতে করতেই মেরে ফেলব ………..
।
কি মেয়েরে বাবা কথা বলার আগেই প্রাই মেরে ফেলছিল বললে মেরেও ছেলতে পারে এই মেয়েকে বিশ্বাস নেই,,,,,,,,,,,,,,,,( মনে মনে)
।
তারপর থেকে শিলা আমাদের বাড়িতেই থাকে , কিন্তু আলাদা . এভাবেই চলছিল আমার জীবন একদিন কলেজে দাড়িয়ে শিলার সাথে কথা বলছিলাম তখনি রোজি এসে আমার হাতে একটা কাগজ দিয়ে চলে গেল . আমি দেখার আগেই শিলা আমার হাত থেকে কাগজটা নিয়ে নিল … শিলা কাগজটা খুলে পড়ছিল আর কান্না করছিল . পড়া শেষ হতেই শিলা যা করল তার জন্য আমি প্রস্তুত ছিলাম না………………..
.
.
.
অসুস্থ অবস্থায় শুধু আপনাদের কথা ভেবে গল্পটা লেখছি প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন হল…………
.
.
.
Wait for next part …………
Comments
Post a Comment