অবহেলার শেষ পরিণতি পর্ব - 02

# অবহেলার শেষ পরিণতি # %লেখক : রুবেল% পর্ব : 02 তারপর কলেজের ভিতর ঢুকে বন্ধুদের সাথে আড্ডা দিতেছিলাম হঠাং দেখলাম একটা একটা মেয়ে গেইট দিয়ে কলেজের ভিতর ঢুকল . আরে এইত সেই মেয়ে যে কাল আমাই থাপ্পর দিয়েছে আর আমাকে খারাপ খারাপ কথা বলেছে . কিন্তু এ কি আমার চোখ সরাতে পারছিনা কেন আর হঠাং করেআমার হার্টবিট বাড়তে শুরু করল কেন মনে হচ্ছে কেউ বুকে হাতুড়ি দিয়ে বাড়ি দিতেছে … নাজমুল – এই হাসান ……….. । আমি – নিশ্ব:চুপ…….(মেয়েটার দিকে অপলক চোখে তাকিয়ে আছি) । নাজমুল – এই সালা কোথাই হারিয়ে গেলি………..? (আমার কাধে হাত রেখে হালকা ধাক্কা দিয়ে) । আমি – হুম . কি …..? কিছু বলবি ……….?(আচমকা ঘোর কাটাই জিঙ্গেস করলাম) । নাজমুল – কিরে তুই কি ওই মেয়েটির প্রেমে পড়লি নাকি ………? (ফাজলামি করে) । আমি – কোন মেয়ে ………….? (না বুঝার ভান করে) । নাজমুল – এতখন যার দিকে হ্যা হযে তাকিয়ে ছিলি আমি তার কথা বলছি . . . . . । আমি – প্রেমে পড়েছি কিনা জানিনা তবে ওই মেয়েকে দেখলে আমার কি যেন হয়ে যায় …………. । নাজমুল – কি হয়ে যায় রে ………… (ফাজিল মার্কা হাসি দিয়ে) । আমি – ওই মেয়েকে দেখলে আমার চোখ থমকে দাড়ায় , তার দিক থেকে চোখ ফেরাতে পারি না . আস্তে আস্তে তার মায়াবি চেহারার মাঝে নিজেকে হারিয়ে ফেলি…………. । নাজমুল – তোর হ্যা করে তাকিযে থাকা দেখে কিছুটা অনুমান করেছিলাম এখন নিশ্চিত হলাম ……… । আমি – কি নিশ্চিত হলি …………….? (নাজমুলের দিকে তাকিয়ে) । নাজমুল – নিশ্চিত হলাম তুই ওই মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছিস …… । আমি – জানিনা তবে মেয়েটার মধ্যে এক অদ্ভুদ মায়া আছে যেটা আমায় তার কাছে টানে ………. । নাজমুল – আরে গাধা এটাকেই বলে ভালোবাসা . এখন থেকে তোর দেবদাসের জীবন শুরু হলো ……… (হেসে হেসে বলল) । আমি – দেবদাসের জীবন শুরু হলো নাকি রোমান্টিক জীবন শুরু হলো এটা পরে দেখলেও চলবে এখন ক্লাসে চল . ক্লাস করবি না …………..? । নাজমুল – হুম চল আগে ক্লাস করে আসি ………. । তারপর নাজমুল আর আমি ক্লামে গেলাম ক্লামে গিয়ে আমি আরও অবাক হলাম কারন মেয়েছি আমার সাখে আমার ক্লাসেই পড়ে . সারা ক্লাম টাইম মেয়েটার দিকে তাকিয়ে তাকিযে পার করে দিলাম মেয়েটা কয়েকবার খেয়াল করেছে কিন্তু কিছু বলেনি. তারপর ক্লাস করে বাহিরে বের হয়ে আসলাম . নাজমুল আর আমি মেয়েটাকে নিয়ে কথা বলতে বলতে মাঠের দিকে যাচ্ছিলাম হঠাং চোখে পড়ল মাঠের এক যায়গায় রাসেল একটা মেয়ের হাত ধরে টানাটানি করছে তাই দেখে …….. আমি – নাজমুল দেখ রাসেল একটা মেয়ের সাথে অসভ্যতা করছে ………….. । নাজমুল – দেখেও কোন লাভ নাই কারন রাসেলের বাবা অনেক বড় লোক আর অনেক পাওয়ারফুল তাই কেউ কিছু বলার সাহস করে না….. । আমি – দুর সালা তুই দাড়িয়ে দাড়িয়ে দেখ আমি গেলাম ……… । নাজমুল – হাসান যাসনা পরে তুই বিপদে পড়বি ……… । আমি –ভবিষ্যতে যা হবে দেখা যাবে এখন আগে বর্তমানটাত সামলাই ………… । তারপর নাজমুলকে রেখে আমি রাসেলের কাছে গেলাম . রাসেল আমার সিনিয়র .ওর বাবার নাকি অনেক টাকা আর পাওয়ার তাই যা ইচ্ছা তাই করে বেড়াই. আমি – রাসেল ভাই এটা কি করছেন আপনি …………? । রাসেল – আমি কি করছি বা করব তা কি তোকে বলতে হবে …………?( রাগ দেখিয়ে ) । আমি – না্ এতকিছু বলতে হবে না , আপনি শুধু ওনার হাতটা ছেড়ে দেন …………( মেয়েটাকে দেখিয়ে বললাম ) । রাসেল – আমি ওন হাত ধরেছি তাতে তোর কি . …? কি হয় ও তোর ……………..? । আমি – ওনি আমার কিছু হয়না তবে আমার বোনের মত তাই বলছি ওনার হাতটা ছেড়ে দেন ……… । রাসেল – হাত না ছাড়লে কি করবি ……………? । আমি – কি আর করব হাত ছাড়ানোর ব্যবস্থা করতে হবে …………? । রাসেল – কি ব্যবস্থা করবি তুই………………? । আমি – দেখতে চান কি করব …………? । রাসেল – হ্যা দেখতে চাই তোর কত ক্ষমতা হাত ছাড়িয়ে দেখা …… । কথাটা বলতেই আমি তাকে গুশি মারলাম . আমার গুশি খেয়ে সে পড়ে গেল . তারপড় ওঠে আমাই মারতে আসলে দুজনের মধ্যে মারামারি লেগে গেল . আমাদের মারামারি দেখে কয়েকজন পিন্সিপালকে ডাকতে গেল . কিছুখন পর পিন্সিপাল আসল . আমাদের মারামারি করতে দেখে সে দমক দিয়ে আটকালো তারপর …….. পিন্সিপাল – কি ব্যাপার এটা কি মারামারি করার যায়গা তোমরা মারামারি করছ কেন ………..?( দমক দিয়ে) । আমি – স্যার রাসেল ভাই ওই আপুর হাত ধরে টানাটানি করছিলেন আমি অনেকবার বলছি ওই আপুর হাত ছাড়তে কিন্তু রাসেল ভাই শুনেন নি তাই আমি তাকে আঘাত করতে বাধ্য হয় ……………. । রাসেল – স্যার রুবেল মিথ্যা বলছে আমি তানিয়ার হাত ধরিনি বরং রুবেল তানিয়ার হাত ধরে টানাটানি করছিল আমি বাধা দেওয়ায় ও আমাকে মারতে আসে ……….. । আমি – স্যার রাসেল মিথ্যা বলছে . নিজের দোস এখন আমার ওপর দিচ্ছে…….. । পিন্সিপাল – কে মিথ্যা বলছে আর কে সত্যি বলছে তা একনি জানা যাবে . তানিয়া তুমি বল এখানে কি হয়েছিল ………….? । তানিয়া – আসলে স্যার ……….. । (তানিয়া কিছু বলবে তখনি রাসেল তানিয়ার দিকে তাকালো আর তানিয়া মনে হয় রাসেল এর তাকানোতে ভয় পেল .) পিন্সিপাল – কি হল বলল . ভয় পেওনা …. । স্যারের কথা শুনে তানিয়া আপু যা বলল তাতে আমি তো অবাক হলামি সাথে নাজমুল ও অবাক হয়ে গেল . . . কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন……….. . . Wait for next part…………..

Comments

Popular posts from this blog

অবহেলার শেষ পরিণতি পর্ব - 05

অবহেলার শেষ পরিণতি পর্ব - 06

অবহেলার শেষ পরিণতি পর্ব - 04