পিচ্চি বউ পর্ব - 04
# পিচ্চি বউ #
Part - 04
% লেখক : রুবেল %
দুজন দুজনের দিকে তাকিয়ে থাকতে লাগলাম . আমার মনে হচ্ছে আমি কোথাও হারিয়ে যাচ্ছি . কেন যেন এই গুর কাটতে চাইছিল না . আর তখনি দরজা থেকে কেউ ডাকল …….
নুপুর – ভাইয়া এই ভাইয়া ওঠিস নি. ভাবী ও ভাবী …..
,
রিয়া – হুম . আসছি ……….. (আমার উপর থেকে ওঠে)
,
তারপর রিয়া গিয়ে দরজা খুলে দিল ……….
নুপুর – তোমাদের নিচে ডাকছে ভাইয়াকে নিয়ে তাড়াতাড়ি আস ………..?
,
রিয়া – হুম তুমি যাও , আমরা আসছি …………
,
তারপর নুপুর চলে গেল , রিয়া আমার কাছে এসে বলল …
রিয়া – আপনি ফ্রেস হয়ে নিন , নিচে যেতে হবে ,,,,,?
,
আমি – সরি ………. আমি তখন আপনাকে দেখতে পাইনি ……..
,
রিয়া – আমি জানি আপনার মনতো অন্যকারো কাছে , তাই সরি বলতে হবে না ……….
,
আমি – নিশ্বচুপ………………( বলার মত কিছু নাই তাই ফ্রেস হতে গেলাম
)
,
তারপর ফ্রেস হয়ে রিয়ার সাথে নিচে গেলাম … সবাই আমাদের জন্য ওয়েট করছিল . আমরা যেতেই সবাই খেতে শুরু করল .হঠাং
আব্বু – রিয়া মা কি হয়েছে তোমার খাচ্ছনা কেন…..?( আসলে রিয়া না খেয়ে প্লেটে হাত নাড়ছিল তাই আব্বু বলল)
,
রিয়া – খাচ্ছি আব্বু ….. (মিথ্যা হাসি দিয়ে)
আব্বু – মা লজ্জা পেয় না আজ থেকে এটা তোমার বাড়ি তোমার যখন যা লাগবে রুবেলকে বলবে আর রুবেল যদি না দাই তাহলে আমায় বলবে …………..( মাথায় হাত দিয়ে )
।
রিয়া – ঠিক আছে আব্বু ……..
।
তারপর আমি খেয়ে আমার রুমে আসলাম . আমি আসার কিছু খন পর রিয়া আসল …….
।
রিয়া – আমি আপনাকে কিছু কথা বলতে চাই …………?
।
আমি – হুম বলেন ……….
।
রিয়া – আমি আপনাকে ভালোবাসি আর আমি আপনাকে ছাড়া থাকতে পারব না …………( হঠাং আমায় জরিয়ে ধরে কান্না করে বলল)
।
আমি – কিন্তু আমি আপনাকে ভালোবাসি না আর ভালোবাসতেও পারব না ……..
।
রিয়া – দেখুন অনেক সহ্য করছি আর না এখন থেকে আমি আপনার স্ত্রী আর আমাকে আমার অধিকার দিতে হবে ………….( কলার ধরে রাগে গজ গজ করে )
।
আমি – কি করছেন . আমিত বলছি আপনাকে আমি আমার স্ত্রীর মর্যাদা দিতে পারব না . তাহলে কেন পাগলামি করছেন………..?( অবাক হয়ে )
।
রিয়া – কি কম আছে আমার মধ্যে , কেন এমন করছেন ……….? (কান্না করে )
।
আমি – দেখুন আমায় ছাড়ুন . আমি পারবনা আপনাকে মানতে ……….?
।
রিয়া – না আমি ছাড়ব না………… (আরো বেশি জরিয়ে ধরে)
।
আমি –আমি ছাড়তে বলছি …………….( রেগে বললাম )
।
রিয়া – না আমি ছাড়ব না ………… তখনি ………..
।
আমি – ঠাসসস্ ঠাসসস্ ঠাসসস্ , …………..( জোর করে ছাড়িয়ে চড় মারলাম )
।
রিয়া – আপনি আমায় মারলেন ……………. (কেদে কেদে অবাক হয়ে)
।
আমি – আপনাকে তো বলছি আমি আপনাকে মানতে পারব না তাও কেন জোর করছেন লজ্জা করে না . আপনাকে ভালো ভাবছিলাম . আর আপনি কিনা ছি ছি , আপনার উপর আমার ঘৃণা হচ্ছে . আপনাকে দেখে আমার রাগ হচ্ছে প্লিজ আপনি আমার সামনে থেকে যান .
।
আমার কথা শুনে রিয়া নিরবে চোখের পানি ফেলছিল , আমার শেষের কথা শুনা মাত্রই সে কাদতে কাদতে ঘর থেকে বেরিয়ে গেল … আমি রাইসাকে ফোন দিলাম ……..
আমি – হ্যালো ……..
।
রাইসা – হুম বলল ……….
।
আমি – কি করর…………?
।
রাইসা – কিছু না , একটা কথা বলব তোমাই ……..?
।
আমি – হুম বলল ………
।
রাইসা – জান আমার কিছু টাকার প্রয়োজন তুমি কি আমায় দিবা প্লিজ ………….(আদরে গলায় )
।
আমি –কত টাকা , আর কি করবে ………..
।
রাইসা – আসলে আমার বান্ধবির বিয়ে তাই গিফট কিনতাম , বেশি না 5 হাজার হলেই হবে প্লিজ জান ……. (মিথ্যা বলল)
(আসলে রাইসা আমার কাছ থেকে প্রায় টাকা চাই , আমি ভালোবাসি বলে দিয়ে দেই )
আমি – আচ্ছা , আমিও তোমায় কিছু বলতে চাই ……………..?
।
রাইসা – হুম বলল………..
।
আমি – আমি 6 মাস পর রিয়াকে ডির্বোস দিয়ে , তোমাই বিয়ে করব …….?
।
রাইসা – জান রাগ করনা আমি এখন তোমাই বিয়ে করতে পারব না ……..
।
আমি – কেন …………..( অবাক হয়ে )
।
রাইসা – জান আমি এখনি বিয়ে করতে চাইন তাছাড়া আমি আগে পড়াশুনা শেষ করব তার পর বিয়ে করব .
।
আমি – বিয়ের পড়ে কি পড়াশুনা করা যায়না ……….?
।
রাইসা – আচ্ছা পড়ে কথা বলব এখন রাখি …(বলেই ফোন কেটে দিল)
।
বিয়ের কথা বলতেই আজ রাইসা এত অবাক হল কেন . সে কি আমায় বিয়ে করতে চাইনা . আজ রাইসার ব্যবহারটাও কেমন আলাদা লাগলো তাহলে কি আমি বিয়ে করেছি তাই রাগ করে আছে . হয়তো তাই হবে . তারপর ফোন রাখতেই পেছন ফিরে তাকাতেই আমি অবাক কারন এতখন যা যা কথা বললাম রাইসার সাথে রিয়া আমার পিছনে দাড়িয়ে সব শুনেছে . আমায় ঘুরতে দেখে বলল
রিয়া – আব্বু আপনাকে ডাকছে ………..?( চোখের পানি মুছতে মুছতে )
।
আমি – কেন ………….( রিয়া কি বাবাকে সব বলেদিল নাকি মনে মনে )
।
রিয়া – আমি জানিনা আব্বু শুধু আপনাকে আমার সাথে নিয়ে যেতে বলল……..
তারপর ভয়ে ভয়ে রিয়ার সাথে আব্বুর কাছে গেলাম……………
.
.
.
গুরুপের সবাই লাইক কমেন্ট করে জানাবেন প্লিজ ……………
.
Wait for next part ………………….
Comments
Post a Comment