পিচ্চি বউ
# পিচ্চি বউ #
Part - 01
লেখক : রুবেল
আমি রুবেল । আমি আমার বাবা মার সাথে ঢাকায় থাকি . আমি এইবার Hsc exam দিব .
বন্ধুবান্ধব নিয়ে খুব ভালোই দিন চলছিল . . . .
হঠাং করেই আমায় না জানিয়ে আমার বাবা আমার বিয়ে ঠিক করে ফেলল . হ্যা আজ আমার বিয়ে কিন্তু আমার এই বিয়েতে একটুও মত নেই . কারন আমি অন্য কাওকে ভালোবাসি . বাবাকে বলেছিলাম যে আমি এই বিয়ে করতে পারব না তাও বাবা জোর করে রিয়ার সাথে আমার বিয়ে দিচ্ছে .
রিয়া হল আমার পিচ্চি বউয়ের নাম . আপনারা হয়ত ভাবছেন পিচ্চি কেন বললাম কারন রিয়া আমার থেকে 4 বছরের ছোট . তাই রিয়াকে পিচ্চি বলছি বুঝলেন . রিয়া এখন ক্লাস নাইন এ পড়ে . . . .
আজ সকালের ঘটনা ………..
আম্মু – রুবেল……. এই রুবেল ওঠ …..
।
আমি – ওফ আম্মু জালিও নাত যাও . আর একটু ঘুমাতে দেও………(ঘুমের গুরে বললাম )
।
আম্মু – তোর না আজ বিয়ে আর তুই কুমড়ো পটাশের মত পরে পরে ঘুমাছিস . . .লজ্জা করে না তোর ….
।
আমি – লজ্জা কেন করবে আমি তো এই বিয়ে করব না ……….
।
আম্মু – কি তোর মাথা ঠিক আছে , কি আবুল তাবুল বলছিস .……………. (অবাক হয়ে)
।
আমি - আম্মু ও আম্মু , তুমি না আমার ভালো আম্মু তুমি একটু আব্বুকে বুঝিয়ে বলনা যে আমি এই বিয়ে করতে পারব না …………. (নরম
।
আম্মু – তুই বিয়ে করবিনা তুই গিয়ে বল তোর আব্বুকে আমি বলতে পারবনা……………
(আসলে আব্বু খুব রাগি যখন যা বলে তাই করে তাই আব্বু কোন সিদ্ধান্ত নিলে আমরা আর কিছু বলতে পারি না )
।
আমি – আমি বললে আমায় বাড়ি থেকে বের করে দিতে পারে , তুমি একটু বুঝিয়ে বলনা …… (কান্নার ভান করে)
।
আম্মু – তোর বাবা যখন বলেছে তোর বিয়ে রিয়ার সাথে হবে . তখন রিয়াকেই তকে বিয়ে করতে হবে . তাই ঝামেলা না করে ফ্রেস হয়ে নিচে নাস্তা করতে আয় , তোর বাবা ডাকছে …….? (বলেই আম্মু চলে গেল
।
তোমরা আমায় জোর করে বিয়ে দিতে চাওতো দেও কিন্তু আমি বলছি আমি রিয়ার সাথে বিয়ে করব ঠিক কিন্তু আমার স্ত্রী হিসেবে কখনো মানতে পারবো না . আমি শুধু রাইসাকে ভালোবাসি আর তাকেই জীবনসঙ্গী করতে চাই অন্য কোনো মেয়েকে আমি আমার জীবনে কল্পনাও করতে পারি না ……(মনে মনে)
(আমি যাকে ভালোবাসি তার নাম রাইসা আমার সাথে কলেজে পড়ে )
এসব ভাবতে ভাবতে ফ্রেস হতে গেলাম , ফ্রেস হয়ে নিচে যেয়েই দেখি সবাই আমার জন্য বসে আছে খাবার টেবিলে . আমি গিয়ে চেয়ারে বসতেই ……….
আব্বু – কি রে তোর ফ্রেস হতে এত সময় লাগে . তুই তো দেখি মেয়েদের থেকেও বেশি ডিলা ………
।
(আব্বুর কথায় সবাই হেসে দিল . আসলে আজ আমার বিয়ে বলে অনেক আপনজন আসছে আব্বুর কথায় তারাও হেসে দিল …. )
আমি – sorry আর হবে না ……..( মাথা নিচু করে )
(আমি আসলে আব্বুকে খুব ভয় পাই , কারন আব্বু রেগে গেলে সবকিছু করতে পারে )
তারপর সবাই খেতে শুরু করলাম খেতে খেতে আব্বু বলল – রুবেল ………
।
আমি – জ্বী আব্বু ……………
।
আব্বু – তুই আজকে কোথাও যাবিনা একটু পর সবাই মিলে মার্কেট এ যাব তোর বিয়ের মার্কেট করতে ……….
।
আমি – হুম …………. (করুন ভাবে তাকিয়ে মাথা নাড়লাম)
।
তারপর খেয়ে উপরে আমার রুমে শুয়ে শুয়ে ভাবছি কি করব বিয়ে তো আমায় করতেই হবে . আর আমি বিয়ে করলে রাইসা কি আমায় আর ভালোবাসবে তখন কি সে আমায় তার জীবনে মানতে পারবে এসব ভাবছিলাম হঠাং আমার চাচাতো বোন আসল ……….
নুপুর – ভাইয়া তোকে সবাই ডাকছে …………
(নুপুর আমার চাচাতো বোনের বোন )
।
আমি – কেন . কি হয়ছে ………?
।
নুপুর – কিছু হয়নি আমরা এখন মার্কেট এ যাব আর তোকেও যেতে হবে আমাদের সাথে ……
।
আমি – তোরা যাচ্ছিস যানা আমায় কেন টানছিস ………….?
।
নুপুর – তোর বিয়ে আর তোর জন্য মার্কেট করতে যাচ্ছি তাহলে তোকে টানব নাতো কাকে টানবো …………. (রেগে মেগে বলল)
।
আমি – ওই তু্ই যাবি নাকি তোর চুল ছিড়বো ………. (আমিও রাগ দেখিয়ে )
।
নুপুর – কি তুই আমার চুল ছিড়বি দাড়া আমি জেঠুকে বলছি যে আমি তোকে ডাকতে আসছি বলে তুই আমার চুল ছিড়তে চাইছিস ………(কাদো কাদো ভাবে)
( বলেই চলে যাচ্ছিল . সত্যি যদি আব্বুকে বলে তাহলে আমার খবর আছে তাই নুপুরকে আটকালাম …..)
আমি – তুই না আমার ভালো বোন তুই আমার নামে বিচার দিতে পারবি বাবার কাছে…..
।
নুপুর – হুম পারব , কেন এখন আমার চুল ছিড় . জেঠুর কথা শুনেই হাওয়া শেষ হয়ে গেছে ………?
।
আমি – আপু প্লিজ আব্বুকে কিছু বলিস না প্লিজ ……….
।
নুপুর – আচ্ছা বলব না কিন্তু আমার একটা শর্ত আছে …….?
।
আমি – কি শর্ত ………………?
।
নুপুর – যদি আমায় 1000 টাকা দিস তাহলে জেঠুকে বলব না …….( ফাজিল মার্কা হাসি দিয়ে )
।
আমি – এত টাকা কোথায় পাব , আমার কাছে তো এত টাকা নাই আচ্ছা আমি তোকে 200 টাকা দিব তাও বলিস না আব্বুকে ……….
।
নুপুর – আমাকে তোর ফকিরনি মনে হয় নাকি . যদি 500 দিলে দে নয়লে আমি গেলাম জেঠুর কাছে …….
।
আমি – আচ্ছা দিচ্ছি …………
।
তারপর আর কি বাধ্য হয়ে দিতে হল মহারানীকে 500 টাকা . তারপর সে টাকা নিয়ে পৃথিবী জয় করার খুশিতে চলে গেল . আর যেতে যেতে আমায় তাড়াতাড়ি নিচে যেতে বলল … তারপর আর কোনো উপায় না পেয়ে রেডি হয়ে সবার সাথে মার্কেট এ গেলাম . মার্কেট এ গিয়ে আমি অবাক ………………
.
.
.
আজ থেকে 48 ঘন্টা পর পর একটা একটা করে part দিব কেও রাগ করবেন না কারণ আমারও পড়া আছে আর কিছু কাজ থাকে তাই একদিনে লেখা সম্ভব হয়না .
.
.
কেমন হয়ছে কমেন্ট করে জানাবেন …………
Wait for next part …………….
Comments
Post a Comment