%ম্যাডামের প্রেমে যখন স্টুডেন্ট% Part -08 (শেষ)
%ম্যাডামের প্রেমে যখন স্টুডেন্ট% Part -08 (শেষ) $ লেখক : রুবেল $ আম্মুর ডাকে গুরতেই শরীর থেকে চাদরটা পড়ে গেল . সারা শরীর থেকে রক্ত বের হচ্ছে , আম্মুর দিকে যেতেই মাটিতে লুটিয়ে পড়লাম … চোখ দুটো বন্ধ হতে যাচ্ছিল তখণি দুই জনের চিতকার শুনলাম একটা মার আরেকটা শিলার তারপর ঘুমের দেশে হারিয়ে গেলাম যেখান থেকে ফেরা যায় না সহজে……………….. ওদিকে আম্মু আমার অবস্থা দেখে অঙ্গান হয়ে গেল . শিলার মা আর কিছু মহিলা মাকে নিয়ে পানি দিয়ে ঙ্গান ফেরানোর চেষ্টা করছে . অন্যদিকে শিলা আমায় এই অবস্থা দেখে পাগলের মত করছে আর ওর বাবাকে বলছে …. শিলা => আব্বু ও আব্বু তুমি আমার রুবেলকে বাচিয়ে দাও , আমি ওকে ছাড়া বাচতে পারবনা . . .( কেদে কেদে ) । শিলার বাবা => কাদিস না মা কিছু হবে না রুবেলের …… (কেদে কেদে ) [আসলে শিলার বাবার মনটা খুব নরম কারো কষ্ট দেখতে পারেনা তাই আমার এই অবস্থা দেখে সেও কান্না করছে ] । শিলা => তুমি দেখতে পারছো না আমার রুবেল আমার উপর রাগ করে আছে .আমায় কষ্ট দেওয়ার জন্য দুরে চলে যাচ্ছে আর তুমি তা দেখেও কিছু করছ না . আচ্ছা তোমাদের কারো কিছু করতে হবে ...