# ক্রাশ যখন অন্যের হবু বউ # % লেখকঃ মোঃ রুবেল % (পর্ব – 01)
# ক্রাশ যখন অন্যের হবু বউ # % লেখকঃ মোঃ রুবেল % (পর্ব – 01) হাই আমি রুবেল . বাবা-মার দ্বিতীয় সন্তান . আমি পড়াশোনার পাশাপাশি একটা ছোট চাকরি করি . চাকরির কারনে আমাকে গাজীপুর থাকতে হয়.আজ গাজীপুর থাকছি একবছর ধরে হঠাং একটা মেয়েকে আমার সাইট দিয়ে যেতে দেখে আমার চোখ আটকে গেল . মেয়েটা দেখতে পরীর মতো সুন্দর ছিল কেন জানি তাকে প্রথম দেখাই ভালো লেগে যায় . এভাবেই যাচ্ছিল আমার দিন দিনের অনেকটা সময় মেয়েটাকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে মেয়েটাকে ভালোবেসে ফেলেছি তা নিজেও বুঝতে পারিনি . একদিন ভাবলাম মেয়েটাকে বলে দিব যে আমি তাকে ভালোবাসি কিন্তু বলতে গিয়েও আটকে গেলাম . কারন আমিতো দেখতে তার মত সুন্দর না , আমার তেমন টাকা- পয়সাও নেই এসব ভেবে আর বলা হলনা . কিন্তু যত দিন যেতে লাগলো তত তার প্রতি আমার ভালোবাসা বাড়তে লাগলো , নিজেকে যত বুঝাতে চাইছি যে আমি তার যোগ্য না , তত বেশি আরো তাকে ভালোবেসে ফেলছি . . . তাই একদিন সিদ্ধান্ত নিলাম যায়হোক না কেন আমি তাকে আমার মনের কথা বলে দিবো কিন্তু সমস্যাটা হলো আমি যে এলাকায় থাকি সে নাকি সে এলাকা থেকে চলে গেছে , ঘটনা ক্রমে মেয়েটার বান্ধবির একটা নাম্বার ছিল আর আমিও জানতে পারি সে...