অবহেলার শেষ পরিণতি পর্ব -07
# অবহেলার শেষ পরিণতি # %লেখক : রুবেল% পর্ব : 07 আমাদের কথার মাঝে আব্বু আর ডাক্তার আসল , ডাক্তার এসে আমাকে চেক করে চলে গেল . আব্বু গিয়ে ডাক্তারের সাথে কথা বলে আসল . আব্বু ডাক্তারের সাথে কথা বলে এসে যা বলল তাতে আমরা সবাই খুশি হলাম . সবচেয়ে বেশি খুশি হয়েছে আমার আম্মু. আব্বু – হাসান এখন তুই বিপদ মুক্ত ডাক্তার বলেছে কাল আমরা তোকে বাসায় নিয়ে যেতে পারব …. । আম্মু – তুমি সত্যি বলছ আমরা কালকে হাসানকে বাড়ি নিতে পারব ……… (খুশিতে অবাক হয়ে) । আব্বু – হুম . কাল আমরা হাসানকে বাড়ি নিয়ে যাব ……. । তারপরেরদিন হাসপাতাল থেকে রিলিস করে দিল আর আমি মা বাবার সাথে বাড়ি চলে আসলাম . যদিও এখন সম্পূর্ণ সুস্থ তাও আম্মু বাসার বাইরে যেতে দিচ্ছে না. আম্মু বলে দিয়েছে সাত দিন বাসায় শুয়ে বসে রেস্ট নিতে হবে আর সাত দিনের আগে বাসা থেকে বের হওয়া একদম নিষেধ .তাই বাধ্য হযে বাসায় বসে আছি . এভাবে কেটে গেল সাত দিন আজ 8 – 9 দিন পর কলেজে যাচ্ছি . কলেজের গেটে আসতেই নাজমুলের সাথে দেখা হল …….. নাজমুল – কেমন আছিস বন্ধু …………? (জরিয়ে ধরে) । আমি – এইত বন্ধু ভালো . তোর কি খবর ……….? । নাজমুল – ভালো ……. । আমি – একটা কথা বলব তোকে …….....